প্রিয় বন্ধু সালাম নিও যদি কখনো দেখা হয়

- আপডেট সময়ঃ ০৮:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ১৬০ বার পড়া হয়েছে।

মনে পড়ে আমাকে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না, এতটা দিন হয়ে গেল আমরা কথা না বলে আছি। আমরা খুব ভাল বন্ধু ছিলাম। কিন্তু কি এমন হল আমরা যে আলাদা হয়ে গেলাম? আস্তে আস্তে একটা বিশাল দেয়াল তৈরি হল আমাদের মাঝে। আমরা যেখানে সারাক্ষন একজন একজনে পিছনে লেগে থাকতাম, অথচ আজ কতদিন আমরা মুখ পর্যন্ত দেখিনা কেউ কারো। কীভাবে সম্ভব হল? আমরা না প্রতিজ্ঞা করেছিলাম, আমরা কখনো কেউ কখনো কাউকে ছেড়ে যাব না কোনদিন? তাহলে কী সবই মিথ্যা ছিল?
প্রিয় বন্ধু, আমি তোকে এখনো ঘৃণা করিনা, যদিও তুই আমাকে ছাড়া বেশ ভালই আছিস। অন্ততপক্ষে তোর ফেসবুক টাইমলাইন তাই বলে। কিন্তু আমার এটা ভাবতেই খারাপ লাগে তুই এমন ব্যক্তি হয়ে গেছিস, যা তুই কখনো বলেছিলি হবিনা। আমরা খুব দ্রুত বন্ধু থেকে ভালোবন্ধু হয়ে ছিলাম, আবার খুব দ্রুতই হারিয়ে গেলাম। আমরা ছিলাম জোকার আর ব্যাটম্যানের মত, সারাক্ষন খোঁচাখুঁচি করতাম, কিন্তু দিনশেষে একজন ছাড়া আরেকজন অচল হয়ে থাকতাম। মন পড়ে, আমাদের রাগ জেগে অর্থহীন সব চ্যাট আর কথা বলা? আমি জানিনা তুই আমাকে ছাড়া কেমন আছিস, কিন্তু তোকে ছাড়া আমার দিনগুলি এখন আর আগের মত ভাল যায় না। আচ্ছা তুই কখনো আমাকে মিস করিস? আমার অনুপস্থিতি যদি তোকে না পোড়ায়, তাহলে আমি জানি আমার উপস্থিতিও তোর কাছে কোণ আহামরি কিছু ছিল না। কিন্তু মনে রাখিস তোকে হারানোর মত যন্ত্রনা আমাকে আর কোন কিছুই দেয় নাই।
বন্ধু, আমরা যদিও বলেছিলাম কোনদিন পরিবর্তন হব না। কিন্তু দেখ সময়ের কাছে ঠিকই হার মেনে গিয়েছি দুজনে। আজ দুজনে সম্পূর্ণ ভিন্ন দুটা পথ ধরে হেটে যাচ্ছি। কিন্তু মনে রাখিস তুই সারাজীবন আমার মনের মধ্যে থাকবি। তোকে ধন্যবাদ আমার জীবনে আসার জনু। তোর সিক্রেট আমার সাথে শেয়ার করার জন্য, আমার সিক্রেট এখনো যত্ন করে আড়াল করে রাখার জন্য। আমার মন খারাপের দিনগুলিতে আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোর জন্য পরিবর্তন করার জন্য। তোকে ছাড়া আমি কখনো আমি হতাম না। তুই ছড়িয়ে চিটিয়ে থাকা আমার অংসহ গুলিকে জোড়া লাগিয়েছিস।
বন্ধু, আমি এখনো তোকে এখনো অনেক মিস করি। আমি এখনো প্রায়ই পুরাতন চ্যাট গুলি পড়ি, কলরেকর্ডিং গুনি। আমাদের ‘Best friend forever’ ক্যাপশন দেওয়া ছবি গুলু দেখে নীরবে কাঁদি। আমি এখনো চাই সময় আবার পেছনে ফিরে যাক, আমরা আবার বন্ধু হয়ে যাই। আমি লজ্জিত এই ভেবে, আমরা বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তেমন লড়াই করি নাই। কখনো চুলে যাস না, আমি এখনো আছি তোর পাশে ছায়া হয়ে সব সময়ে। আমি চাই তুই জীবনে সুখী তোর মত করে। বিদায়!