১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

প্রানবন্ত পরিবেশে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সরওয়ার খান:
  • আপডেট সময়ঃ ০৫:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে।

২ দিন ব্যাপি উৎসবমুখর এবং প্রাণবন্ত পরিবেশে বিয়ানীবাজার সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব।

রবিবার সকাল ১০ টা থেকে কলেজ প্রাঙ্গনে এ প্রকাশনা উৎসব শুরু হয়ে চলে সোমবার বিকাল পর্যন্ত।

দুইদিন ব্যাপী এই প্রকাশনা উৎসবে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলার নানান বয়সের মানুষ এসেছিলেন স্টলগুলো পরিদর্শনে। শিবির সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে এসে অনেকেই স্টলগুলো থেক কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের বই। আবার অনেক শিক্ষার্থী প্রকাশনা উৎসবে এসে যোগদান করেছেন শিবিরে।

স্টল দেখতে আসা শিক্ষার্থীরা অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামি বই রয়েছে। আশা করছি আগামীতেও এমন উৎসব আয়োজন হবে।

প্রকাশনা উৎসবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পাবলিকেশন থেকে প্রকাশিত বিভিন্ন বই বিশেষ মূল্য ছাড়ে বিক্রয় করা হয়। এরমধ্যে ছাত্রশিবিরের সংবিধান, কর্মপদ্ধতি, এসো আলোর পথে, আমরা কি চাই কেন চাই কিভাবে চাই, বাংলার মুসলমানের ইতিহাস, বিষয়ভিত্তিক আয়াত ও হাদীস সংকলন সহ বিভিন্ন প্রকারের বই ছিল প্রকাশনা উৎসবে।

বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম বলেন, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিবিরের কর্মসূচি ও প্রকাশনাসমূহের সাথে পরিচিত করা। এখানে আমাদের প্রকাশিত ক্যালেন্ডার, ডায়েরি, চাবি রিংসহ সমর্থক, কর্মী ও সাথী সিলেবাসের বইগুলো বিক্রয়ের জন্যে রাখা হয়েছে। শিক্ষার্থীদের এমন উৎসাহজনক অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।ইনশাআল্লাহ্, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তিসহ আরও বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

প্রানবন্ত পরিবেশে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৫:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

২ দিন ব্যাপি উৎসবমুখর এবং প্রাণবন্ত পরিবেশে বিয়ানীবাজার সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব।

রবিবার সকাল ১০ টা থেকে কলেজ প্রাঙ্গনে এ প্রকাশনা উৎসব শুরু হয়ে চলে সোমবার বিকাল পর্যন্ত।

দুইদিন ব্যাপী এই প্রকাশনা উৎসবে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলার নানান বয়সের মানুষ এসেছিলেন স্টলগুলো পরিদর্শনে। শিবির সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে এসে অনেকেই স্টলগুলো থেক কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের বই। আবার অনেক শিক্ষার্থী প্রকাশনা উৎসবে এসে যোগদান করেছেন শিবিরে।

স্টল দেখতে আসা শিক্ষার্থীরা অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামি বই রয়েছে। আশা করছি আগামীতেও এমন উৎসব আয়োজন হবে।

প্রকাশনা উৎসবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পাবলিকেশন থেকে প্রকাশিত বিভিন্ন বই বিশেষ মূল্য ছাড়ে বিক্রয় করা হয়। এরমধ্যে ছাত্রশিবিরের সংবিধান, কর্মপদ্ধতি, এসো আলোর পথে, আমরা কি চাই কেন চাই কিভাবে চাই, বাংলার মুসলমানের ইতিহাস, বিষয়ভিত্তিক আয়াত ও হাদীস সংকলন সহ বিভিন্ন প্রকারের বই ছিল প্রকাশনা উৎসবে।

বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম বলেন, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শিবিরের কর্মসূচি ও প্রকাশনাসমূহের সাথে পরিচিত করা। এখানে আমাদের প্রকাশিত ক্যালেন্ডার, ডায়েরি, চাবি রিংসহ সমর্থক, কর্মী ও সাথী সিলেবাসের বইগুলো বিক্রয়ের জন্যে রাখা হয়েছে। শিক্ষার্থীদের এমন উৎসাহজনক অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।ইনশাআল্লাহ্, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তিসহ আরও বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন