দুবাগ স্কুল এন্ড কলেজে তারুণ্য উৎসব ও পিঠা মেলার উদ্বোধন

- আপডেট সময়ঃ ০৬:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৭৯ বার পড়া হয়েছে।

বাঙালির খাদ্য সংস্কৃতিতে পিঠা একটি অবিচ্ছেদ্য অংশ পিঠা ছাড়া যেন শীতের পূর্ণতাই পায় না সুস্বাদু পিঠা মানেই হলো গ্রাম বাংলার ঐতিহ্য বাঙালির চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে দুবাগ স্কুল এন্ড কলেজে সোমবার ২০ জানুয়ারি সকাল ১১টায় ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব ও পিঠা মেলার উদ্বোধন করা হয়। তারুণ্যের উৎসব ও পিঠা মেলার উদ্বোধন উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের হাতের তৈরি বিভিন্ন পিঠার স্বাদ নেন। এ সময় তারণ্যে উৎসবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রফেসর মো:হাবিবুর রহমান , বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান,দুবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ ম সফিউল করিম,দুবাগ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস দুবাগ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা: ঐশ্বর্য সাহা ঊর্মি, দুবাগ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাহেদ আহমদ,দুবাগ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী শিব্বির আহমদ,দুবাগ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী কামরান আহমদ, স্কাউট লিডার মো. ইমরান আলী ও মো. মাসুম আহমদ সহ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
তারুণ্যের উৎসব এ বিষয়ে দুবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ ম সফিউল করিম বলেন শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে চাকরি পেতে অনেক বেগ পোহাতে হয় তাই চাকরির পেছনে না দৌড়ে শিক্ষাজীবন শেষে নিজে নিজে কোন একটি উদ্যোগ নিয়ে ব্যবসা করা যায় তবে সেটা চাকরির চেয়ে উন্নত কাজ।