তরুন ছাত্র সমাজের কাছে প্রত্যাশা-মিসবাহ উদ্দিন

- আপডেট সময়ঃ ১১:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ৬৯ বার পড়া হয়েছে।

অপার সম্ভাবনার স্নাত আমরা ছাত্রসমাজ, আমরাই আগামীদিনের জাতির অভিভাবক, সংরক্ষক,সংগঠক, তথা পরিচালক। তাই আমাদের গঠনে আজ যখন দেশের শিক্ষাবিদ, চিন্তাবিদ, দার্শনিক, লেখক, ও গবেষক সকলে যতাযথ সম্মলিত প্রয়াস চালাচ্ছেন টিক তখন আরো একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে, আদর্শ বির্বজিত যে জ্ঞান বা বুদ্ধিমতা কোন জাতির জন্য সুফল বয়ে আনতে পারে না তার প্রমান অধিক শিক্ষা প্রতিষ্টানে ছাত্র ছাত্রীরা ঢুকছে মানুষ হিসেবে আর বের হয়ে আসছে মানুষ্যত্বহীন দীক্ষা নিয়ে এর কারন হচ্ছে, আল্লাহ প্রদত্ত, রাসুল সাঃ প্রদর্শিত বিধানের মানুষের নখ থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, ব্যক্তিগত পারিবারিক, সামাজিক রাষ্ট্রীয় ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে এমন কি পরকালীন জীবন পর্যন্ত সকল স্তরে সকল বিষয়ে যতাযথ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে পবিত্র ধর্ম ইসলাম, যাহা মুসলমান জাতি অনুসরণ করে বিশ্ব ব্যাপি খ্যাতি অর্জন করেছিল, কিন্তু আজ আমরা ছাত্র সমাজ ভুলেগেছি আমাদের পরিচয় ভুলে গেছি আমাদের দায়িত্ব কর্তব্য , ফলে জলে স্তলে সর্বত্র চলছে অনাচার অত্যাচার ও অশান্তির প্রবল স্রোত, মানুষে মানুষে চলছে হানা, হানি কাটা কাটি, হিংস্বা, বিদ্বেষ ও দূর্ভোগ, সময় এসেছে ঘুরে দাঁড়াবার সুদর প্রসারি ভিশন ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আলোকে আমরা ছাত্র সমাজ এমন সব গুণাবলী অর্জন করতে হবে যা আধুনিক সভ্যতার বিরল, সব সময় একটি কথা স্মরন রাখতে হবে। পৃথিবীতে প্রতিটি মানব সন্তান জন্ম গ্রহন করে মেধা ও প্রতিভা নিয়ে যা আল্লাহ তায়ালার এক অসীম রহমত, দ্বীন ও মানবতার কল্যানে ভুমিকা রাখার জন্য, আল্লাহ আমাদের ও মেধা দান করেছেন, গর্ব অহংকার ও আত্না প্রতিষ্টার জন্য মেধা দান করেন নি, তাই আসুন আমরা তরুন ছাত্র সমাজ সংঘবদ্ধ হয়ে শপথ করি
আমাদের প্রত্যয় একটাই
ধ্রুব জ্যোতি হয়ে জ্বলবো এই সমাজটাকে শিক্ষার আলো দিয়ে বদলে দিবো