ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিসর জর্ডানের

- আপডেট সময়ঃ ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে।

গাজার বাসিন্দাদের মিসর ও জর্ডানের আশ্রয় দেওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন, তা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে।ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে হাজারো মানুষের প্রাণহানি ও চরম মানবিক সংকটে থাকা গাজার জন্য এটা সাময়িক নাকি স্থায়ী সমাধান, ট্রাম্পের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল। জবাবে ট্রাম্প বলেন হতে পারে। জবাবে ট্রাম্প বলেন, দুটোই হতে পারে। লাখো ফিলিস্তিনিকে আশ্রয় দিয়ে রেখেছে জর্ডান। মিসরেও হাজারো ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করেন।হামাসের একজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম রয়টার্সকে বলেন, ফিলিস্তিনিরা এমন কোনো প্রস্তাব কিংবা সমাধান মেনে নেবে না।হামাসের আরেক কর্মকর্তা সামি আবু জুহরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর পূর্বসূরি জো বাইডেনের ব্যর্থ ধারণাগুলোর পুনরাবৃত্তি না করার অনুরোধ করেছেন।রয়টার্সকে সামি আবু জুহরি বলেন, গাজার জনগণ নির্বিচার মৃত্যু সহ্য করেছে এবং তাদের মাতৃভূমি ছেড়ে যেতে অস্বীকার করেছে। অন্য যেকোনো কারণেও তারা গাজা ছেড়ে যাবে না।মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই অবস্থান নিয়েছে। দেশটি বলেছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে স্থানচ্যুতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে মিসর। সেটা স্বল্পমেয়াদে হোক, কিংবা দীর্ঘমেয়াদে। ফিলিস্তিনিদের স্থানান্তর করার চেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য মুছে ফেলার একটি প্রচেষ্টা হবে। সিসি এটিকে একটি ‘লাল রেখা’ হিসেবে বর্ণনা করেছেন।যা মিসরের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড থেকে চলে গেলে এই সমাধান সম্ভব হবে না।