জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ

- আপডেট সময়ঃ ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে।

বাংলাদেশে গেল জানুয়ারি মাসে ৬২১টি সড়ক দুর্ঘটনায় ৬০৮ জন নিহত হয়েছেন। তাদের প্রায় অর্ধেকের প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজেদের তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করার কথা জানিয়েছে তারা। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, জানুয়ারি মাসে সারা দেশে ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছে, যা মোট দুর্ঘটনার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৪ জন, যা মোট নিহতের ৪৩ দশমিক ৪২ শতাংশ।
বাংলাদেশে গেল জানুয়ারি মাসে ৬২১টি সড়ক দুর্ঘটনায় ৬০৮ জন নিহত হয়েছেন। তাদের প্রায় অর্ধেকের প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজেদের তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করার কথা জানিয়েছে তারা।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, জানুয়ারি মাসে সারা দেশে ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছে, যা মোট দুর্ঘটনার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৪ জন, যা মোট নিহতের ৪৩ দশমিক ৪২ শতাংশ।