০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় ঐক্য সৃষ্টিতে রাজনৈতিক দল -ফিরে এলেন কর্নেল অলি, যা বললেন জামায়াত আমির

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১২:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৯০ বার পড়া হয়েছে।

জাতীয় ঐক্য সৃষ্টিতে রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে গিয়ে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমি থেকে ফেরত যান তিনি।

এদিকে বৈঠকে আমন্ত্রিত অতিথিদের তালিকায় অলি আহমদের নাম না থাকা নিয়ে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি মন্তব্য করেন

ডা. শফিকুর রহমান বলেন, ‘এলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক অলি আহমদ বীর বিক্রম গতকাল ৪ ডিসেম্বর অনুষ্ঠিত রাজনৈতিক দলের জাতীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন বলে আমরা আশা করি।’

এদিকে একই কারণে ফেরত যেতে হয়েছে এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকেও। এছাড়া সর্বদলীয় এই বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক শেষ হয়। তবে বৈঠকে আওয়ামী বা সমমনা কোনো দলই আমন্ত্রণ পায়নি।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার, আগরতলায় সহকারী হাই কমিশনে ন্যাক্কারজনক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের গুজব, এই তিনটি এজেন্ডায় করণীয় ঠিক করতে এবং জাতীয় ঐক্যের আহ্বানের অংশ হিসেবেই প্রধান উপদেষ্টা সর্বদলীয় বৈঠকের ডাক দেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় ঐক্য সৃষ্টিতে রাজনৈতিক দল -ফিরে এলেন কর্নেল অলি, যা বললেন জামায়াত আমির

আপডেট সময়ঃ ১২:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

জাতীয় ঐক্য সৃষ্টিতে রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে গিয়ে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমি থেকে ফেরত যান তিনি।

এদিকে বৈঠকে আমন্ত্রিত অতিথিদের তালিকায় অলি আহমদের নাম না থাকা নিয়ে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি মন্তব্য করেন

ডা. শফিকুর রহমান বলেন, ‘এলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক অলি আহমদ বীর বিক্রম গতকাল ৪ ডিসেম্বর অনুষ্ঠিত রাজনৈতিক দলের জাতীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন বলে আমরা আশা করি।’

এদিকে একই কারণে ফেরত যেতে হয়েছে এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকেও। এছাড়া সর্বদলীয় এই বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক শেষ হয়। তবে বৈঠকে আওয়ামী বা সমমনা কোনো দলই আমন্ত্রণ পায়নি।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার, আগরতলায় সহকারী হাই কমিশনে ন্যাক্কারজনক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের গুজব, এই তিনটি এজেন্ডায় করণীয় ঠিক করতে এবং জাতীয় ঐক্যের আহ্বানের অংশ হিসেবেই প্রধান উপদেষ্টা সর্বদলীয় বৈঠকের ডাক দেন।

নিউজটি শেয়ার করুন