১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনামঃ
গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেপ্তার করা হবে না: আইজিপি

স্টাফ রিপোর্টার:
- আপডেট সময়ঃ ০১:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ১০৭ বার পড়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের পর অনেকে মিথ্যা মামলা করেছেন। তবে এসব ক্ষেত্রে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, গণহত্যায় জড়িত না এমন কাউকে গ্রেপ্তার করা হবে না। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে না।পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত না অনেক নিরীহ পুলিশ সদস্য কেউ আসামি করা হয়েছে।
ট্যাগসঃ