০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

কবিতা আমার সাথী-মিসবাহ উদ্দিন

মিসবাহ উদ্দিন:
  • আপডেট সময়ঃ ০৪:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৭২ বার পড়া হয়েছে।

কবিতা ছাড়া কে আছে এমন বলো
যার কথা এই আমার কথাই বলে।
কবিতার পথে ভিখারি হয়েছি তাই
নাম লিখিয়েছি কবিতার দলে!

কবিতার মতো বলো কে বেসেছে ভালো
কে দিয়েছে মুছে কান্নার নীল রেখা।
কত প্রিয়জন পলকে গিয়েছে দূরে
কবিতা কখনও করেনি আমাকে একা!

কে দিয়েছে আর এতোখানি প্রশ্রয়
কবিতার মতো আদর
আমার দুচোখ মুছে দিয়ে যায় ঠিক
কবিতা তো তবু গোপনে লুকিয়ে কাঁদে,

কবিতা আমার মায়ের মতোই বুঝি
কখনও কখনও মা`র থেকে কিছু বেশি!
হাসি ও গল্পে যে কথা লুকাই মাকে
কবিতার বুকে সেই কথা নিয়ে থাকি।

কবিতা আমাকে, আমি কবিতাকে চিনি
তাইতো কবিতা যায় না আমাকে ছেড়ে।
কবিতাকে ঘিরে সবটুকু ভালোবাসা
দিনি দিন তবু যাচ্ছে তা আরো বেড়ে

মিসবাহ উদ্দিন
লেখক,ও সাংবাদিক

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কবিতা আমার সাথী-মিসবাহ উদ্দিন

আপডেট সময়ঃ ০৪:১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

কবিতা ছাড়া কে আছে এমন বলো
যার কথা এই আমার কথাই বলে।
কবিতার পথে ভিখারি হয়েছি তাই
নাম লিখিয়েছি কবিতার দলে!

কবিতার মতো বলো কে বেসেছে ভালো
কে দিয়েছে মুছে কান্নার নীল রেখা।
কত প্রিয়জন পলকে গিয়েছে দূরে
কবিতা কখনও করেনি আমাকে একা!

কে দিয়েছে আর এতোখানি প্রশ্রয়
কবিতার মতো আদর
আমার দুচোখ মুছে দিয়ে যায় ঠিক
কবিতা তো তবু গোপনে লুকিয়ে কাঁদে,

কবিতা আমার মায়ের মতোই বুঝি
কখনও কখনও মা`র থেকে কিছু বেশি!
হাসি ও গল্পে যে কথা লুকাই মাকে
কবিতার বুকে সেই কথা নিয়ে থাকি।

কবিতা আমাকে, আমি কবিতাকে চিনি
তাইতো কবিতা যায় না আমাকে ছেড়ে।
কবিতাকে ঘিরে সবটুকু ভালোবাসা
দিনি দিন তবু যাচ্ছে তা আরো বেড়ে

মিসবাহ উদ্দিন
লেখক,ও সাংবাদিক

নিউজটি শেয়ার করুন