০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

ইজতেমার সংঘাত নিরসনে ওয়াসিফের খোলা চিঠি

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ১২:০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / ৬০ বার পড়া হয়েছে।

ছবি: সংগৃহীত

জুবায়েরপন্থিদের সংবাদ সম্মেলনের ডাক

গাজীপুরের টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনে দুই পক্ষের দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে মাওলানা জুবায়েরকে খোলা চিঠি দিয়েছেন সাদপন্থি নেতা সৈয়দ ওয়াসিফ ইসলাম।

এদিকে শনিবার হেফাজতে ইসলামের আমিরসহ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জুবায়েরপন্থিরা। শুক্রবার চিঠির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

চিঠিতে ক্বারী মুহাম্মাদ জুবায়েরকে উদ্দেশ্য করে ওয়াসিফ ইসলাম লিখেন, একসঙ্গে পথ চলতে গেলে ভুল বোঝাবুঝি হতেই পারে। পুরো দুনিয়ার সব বাতিল দল ও ব্যক্তি মুসলমানদের বিভক্ত ও টুকরা টুকরা দেখতে চায়! দাওয়াতের মোবারক এই মেহনতই একমাত্র মেহনত, যার কারণে উম্মত আবারও ‘এক ও নেক’ হওয়ার পথ খুঁজে পাবে। তাই আমরা চাই, আপনারা ইত্তিহাদের পথে আসুন। আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা বা ইখতিলাফ থাকতেই পারে! তা সত্ত্বেও আসুন, এক কালিমার বুনিয়াদে ‘ভাই ভাই’ হয়ে দ্বন্দ্ব ও সংঘাত ছাড়াই যার যার অবস্থানে থেকে দাওয়াতের এই মুবারক ও আজিমুশ্বান মেহনতে জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দিই…!

এদিকে, বিশ্ব ইজতেমা ইস্যুতে শনিবার বেলা ১২ টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থিরা)। সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের আমিরসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম থাকবেন।

শুক্রবার সকালে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন, তাবলিগ জামাত বাংলাদেশ, শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, টঙ্গী ময়দানে হত্যাযজ্ঞ ও নৃশংস হামলার সঙ্গে জড়িত সাদপন্থিদের দ্রুত বিচারের দাবি ও দাওয়াত-তাবলিগের চলমান ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। রাজধানীর কাকরাইল মারকাজ মসজিদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন, আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুর হক, মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ, খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া প্রমুখ।

এ বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ও দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ইজতেমার সংঘাত নিরসনে ওয়াসিফের খোলা চিঠি

আপডেট সময়ঃ ১২:০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

জুবায়েরপন্থিদের সংবাদ সম্মেলনের ডাক

গাজীপুরের টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনে দুই পক্ষের দ্বন্দ্ব ও সংঘাত নিরসনে মাওলানা জুবায়েরকে খোলা চিঠি দিয়েছেন সাদপন্থি নেতা সৈয়দ ওয়াসিফ ইসলাম।

এদিকে শনিবার হেফাজতে ইসলামের আমিরসহ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জুবায়েরপন্থিরা। শুক্রবার চিঠির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

চিঠিতে ক্বারী মুহাম্মাদ জুবায়েরকে উদ্দেশ্য করে ওয়াসিফ ইসলাম লিখেন, একসঙ্গে পথ চলতে গেলে ভুল বোঝাবুঝি হতেই পারে। পুরো দুনিয়ার সব বাতিল দল ও ব্যক্তি মুসলমানদের বিভক্ত ও টুকরা টুকরা দেখতে চায়! দাওয়াতের মোবারক এই মেহনতই একমাত্র মেহনত, যার কারণে উম্মত আবারও ‘এক ও নেক’ হওয়ার পথ খুঁজে পাবে। তাই আমরা চাই, আপনারা ইত্তিহাদের পথে আসুন। আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা বা ইখতিলাফ থাকতেই পারে! তা সত্ত্বেও আসুন, এক কালিমার বুনিয়াদে ‘ভাই ভাই’ হয়ে দ্বন্দ্ব ও সংঘাত ছাড়াই যার যার অবস্থানে থেকে দাওয়াতের এই মুবারক ও আজিমুশ্বান মেহনতে জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দিই…!

এদিকে, বিশ্ব ইজতেমা ইস্যুতে শনিবার বেলা ১২ টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থিরা)। সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের আমিরসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম থাকবেন।

শুক্রবার সকালে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন, তাবলিগ জামাত বাংলাদেশ, শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, টঙ্গী ময়দানে হত্যাযজ্ঞ ও নৃশংস হামলার সঙ্গে জড়িত সাদপন্থিদের দ্রুত বিচারের দাবি ও দাওয়াত-তাবলিগের চলমান ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। রাজধানীর কাকরাইল মারকাজ মসজিদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন, আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুর হক, মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ, খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া প্রমুখ।

এ বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ও দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন