০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

আমি দুঃখ কে পেয়েছি – মিসবাহ উদ্দিন

 মিসবাহ উদ্দিন
  • আপডেট সময়ঃ ০৩:৫০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ৮১ বার পড়া হয়েছে।

কেউ যদি আমাকে প্রশ্ন করে,
সুখ কি?
আমি হয়তো সঠিক উত্তর দিতে পারবো না।
কেউ যদি আমায় প্রশ্ন করে,
দুঃখ কি?
বলবো আমি খানিক হেসে,
সেতো আমার আপনজন,
নিত্যদিনের সাথী।
আমি দুঃখকে আপন পেয়েছি,
যখন আমার বয়স ছিলো,
নয় কিংবা দশ,
আমি দুঃখকে পেয়েছি,
যখন অভাব-অনটনে থাকতে হয়েছিল অনাহারে তখন।
আমি দুঃখকে পেয়েছি,
যখন অর্থাভাবে বন্দ হয়ে যেতে বসেছিলো আমার লেখা-পড়া,
অভাবের আগুনে পুড়ছিল আমার উচ্চশিক্ষা লাভের স্বপ্ন তখন।
আজ যখন মন থেকে,
সকল দুঃখ স্মৃতি মুছে ফেলে,
সুন্দর জিবনের স্বপ্ন দেখছি,
তখন দুঃখ স্মৃতি উকি মারে মন মাঝে।
ভাঙতে চায় আমার সাজানো স্বপ্ন।
এমনি করেই কি জিবন যাবে?
ভাবছি অবিরত,
দুঃখ আর আমি সইবো কত।
পাবো না কি সুখের ছোঁয়া এ জিবনে,
জানবো না কি কভু আমি সুখের মানে।

লেখক,  মিসবাহ উদ্দিন

সংবাদকর্মী,সদস্য, বিয়ানীবাজার প্রেসক্লাব।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

আমি দুঃখ কে পেয়েছি – মিসবাহ উদ্দিন

আপডেট সময়ঃ ০৩:৫০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

কেউ যদি আমাকে প্রশ্ন করে,
সুখ কি?
আমি হয়তো সঠিক উত্তর দিতে পারবো না।
কেউ যদি আমায় প্রশ্ন করে,
দুঃখ কি?
বলবো আমি খানিক হেসে,
সেতো আমার আপনজন,
নিত্যদিনের সাথী।
আমি দুঃখকে আপন পেয়েছি,
যখন আমার বয়স ছিলো,
নয় কিংবা দশ,
আমি দুঃখকে পেয়েছি,
যখন অভাব-অনটনে থাকতে হয়েছিল অনাহারে তখন।
আমি দুঃখকে পেয়েছি,
যখন অর্থাভাবে বন্দ হয়ে যেতে বসেছিলো আমার লেখা-পড়া,
অভাবের আগুনে পুড়ছিল আমার উচ্চশিক্ষা লাভের স্বপ্ন তখন।
আজ যখন মন থেকে,
সকল দুঃখ স্মৃতি মুছে ফেলে,
সুন্দর জিবনের স্বপ্ন দেখছি,
তখন দুঃখ স্মৃতি উকি মারে মন মাঝে।
ভাঙতে চায় আমার সাজানো স্বপ্ন।
এমনি করেই কি জিবন যাবে?
ভাবছি অবিরত,
দুঃখ আর আমি সইবো কত।
পাবো না কি সুখের ছোঁয়া এ জিবনে,
জানবো না কি কভু আমি সুখের মানে।

লেখক,  মিসবাহ উদ্দিন

সংবাদকর্মী,সদস্য, বিয়ানীবাজার প্রেসক্লাব।

নিউজটি শেয়ার করুন