আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস গ্রেপ্তার

- আপডেট সময়ঃ ১২:০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / ১০৩ বার পড়া হয়েছে।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. শাহীন মিয়া।
৩৫ বছর বয়সী চন্দন দাস আইনজীবী আলিফ হত্যা মামলার ১ নম্বর আসামি। তাকে বর্তমানে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।
ওসি শাহীন মিয়া বলেন, আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দন ঢাকা থেকে কিশোরগঞ্জে আসছেন এমন তথ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পেয়েছিল। তিনি ট্রেনে ওঠার পর তথ্যটি জানানো হয় ভৈরব থানা পুলিশকে। তবে তিনি সরাসরি ট্রেনে ভৈরবে আসেননি। ট্রেন পরিবর্তন করায় তার আসতে দেরি হয়। পরে রাত ১২টার দিকে তাকে ভৈরব রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, ফেসবুকে ভাইরাল হওয়া ৫২ সেকেন্ডের একটি ভিডিওতে কমলা রংয়ের টিশার্ট, মাথায় সিলভার রংয়ের হেলমেট পরা এক যুবককে আইনজীবী আলিফকে কোপাতে দেখা যায়। সেই যুবকটিই গ্রেপ্তার হওয়া চন্দন দাস। তিনি চট্টগ্রাম কোতোয়ালি থানার সেবক কলোনির মেথরপট্টির ছেলে। আসামি চন্দন দাস গ্রেপ্তার এড়াতে কিশোরগঞ্জের ভৈরবে শ্বশুর বাড়িতে আত্মগোপন করতে যাচ্ছিলেন।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।
বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।