অস্ত্রসহ মা-মেয়ে গ্রেফতার

- আপডেট সময়ঃ ১০:৪০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে।

নরসিংদীর বেলাবোতে দুটি আগ্নেয়াস্ত্রসহ মা ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) ও মেয়ে হালিমা আক্তারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার উপজেলার নারায়ণপুর দড়িকান্দি নামক স্থান থেকে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতাররা সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজয় পাড়ুয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ও মেয়ে।এ বিষয়ে বেলাবো থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মা-মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশ তাদের তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান, সিলেট কোম্পানীগঞ্জ থানার ধুপিপাঁড় গ্রামের শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য তাদের পাঠিয়েছেন।
বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।