০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনামঃ
অসহায়ত্ব

স্টাফ রিপোর্টার:
- আপডেট সময়ঃ ০২:৪৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ৭৯ বার পড়া হয়েছে।

অসহায় হরিণের মতো বাঘের মুখে স্থির,
দিন-রাত যেমন ছিল তেমনি আছে অধীর
সুদিনের হাতছানি মাঝে মাঝে চোখে ভাসে
পরক্ষণেই বিদ্যুৎ ঝলকানি হৃদয় আকাশে
ভাবি, সব বুঝি স্মৃতিভ্রম; জারি নষ্ট কাব্য
মানুষের পৃথিবীতে আজ মানুষ অসহায়।
মাটিতে লাশের স্তুপ
ম্লান হল জীবন ধুপ
মাতাল পদক্ষেপে যদি এই হলো পরিনতি
ধনী-গরীব দেখে হয় নাতো জীবনের ইতি
যেতে হবে সবার শিশিরের মতো নিঃশব্দে
সূর্যের কিরণ চিরদিন হাসে নিষ্ঠুর জব্দে
তবুও বাঁচতে চাই, আগামীর পথের সন্ধান
ভাবনা শুধু ভাবনা, আমি-তুমি অসহায়।
লেখক,ও সাংবাদিক:
ট্যাগসঃ